Type Here to Get Search Results !

কবিতা আইয়ুব, মানবতার ফেরিওয়ালা

 আইয়ুব, মানবতার ফেরিওয়ালা

বহন করে কাঁধে ভার, হেঁটে চলে দীর্ঘ পথ,

আইয়ুব, মানবতার ফেরিওয়ালা, দানশীল তার মন।


গরিবের দুঃখে তার বেদনা, তাদের পাশে সে দাঁড়ায়,

দান করে যা কিছু পায়, মুখে হাসি ফুটায়।


কখনো পোশাক, কখনো খাবার, সাহায্য করে নিরপেক্ষে,

ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে, সকলের প্রতি স্নেহ।


কঠিন পরিশ্রমী আইয়ুব, জীবন তার সাধাসিধে,

মানুষের সেবায় নিবেদিত, ত্যাগ তার অবিরাম।


তার দানশীলতার গল্প, ছড়িয়ে পড়ে চারদিকে,

মানবতার প্রতীক আইয়ুব, সমাজের আলোকিত দিক।


তার মত মানুষ কম, যারা ভাবে অন্যের কথা,

আইয়ুব, মানবতার ফেরিওয়ালা, দীর্ঘ হোক তার জীবনধারা।


আশা করি এই কবিতাটি আপনার ভালো লেগেছে।

In MD Ayub Mojumdar Saimun 


MD Ayub Mojumdar Saimun 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.