Type Here to Get Search Results !

পাগলা হাতি

 পাগলা হাতি

লেখক আইয়ুব মজুমদার সাইমুন 

 একবনে অনেক পশু পাখি সুখে শান্তিতে বসবাস করত । একদিন বনে একটি হাতি আসে । হাতি এসে সকল পশুকে বলল আমি বনের রাজা আমার থেকে বড় আর কেউ নাই । সে সময় সিংহ বলল না আমি বনের রাজা । আর এরা সবাই আমার পজা । হাতি বলল দেখো আমি কত বড় । সিংহ বলল বড়হরের সে রাজা হয় না । তার শক্তি থাকতে হয় । আমি হলাম এই বোনের সবচেয়ে শক্তিশালী প্রাণী । এরপরে হাতটি ও সিংহর ভিতরে একটি যুদ্ধ হল । শেষের দিকে হাতি হেরে গেল । হাতি অনেক দুঃখ পেল । সিংহ বলো তুমি দুঃখ পেয়ো না । কারণ তুমিও আমার প্রজা । একজন রাজার তার প্রজা সুখে শান্তিতে আসে কিনা দেখা দরকার । আমরা সবাই মিলে বনে সুখে শান্তিতে বসবাস করবো 

Writer : MD Ayub Mojumdar Saimun 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.