কবিতা বঙ্গবন্ধু
লেখক আপন মজুমদার
বঙ্গবন্ধুর আগ্রহে, দৃঢ় আদরে,
জনগণ স্বপ্নে মুক্তির বিপ্লবে।
শহীদের রক্তে রঙিন, স্বপ্নে মিলেছে দেশ,
বঙ্গবন্ধুর চেয়ে শত্রুরা ভয়ে মুখ বন্ধে।
স্বাধীনতা কল্যাণে হৃদয় বাজায়,
সোনার বাংলার মধ্যে বঙ্গবন্ধু বিজয়ে।
আমার বাংলা, আমার গর্ব,
বঙ্গবন্ধুর আগমনে আকাশে উঠে কোলাহল।